Kolkata News: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামে হোর্ডিংয়ে ছেয়ে গেল শহরের রাস্তা, যা জন্ম দিল নতুন গুঞ্জনের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নামে দক্ষিণ কলকাতার রাস্তায় দেখা যায় পতাকা ও হোর্ডিং। যা নিয়ে তৈরি হয় নতুন জল্পনা। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামে হোর্ডিংয়ে ছেয়ে গেল শহরের রাস্তা। যা জন্ম দিল নতুন গুঞ্জনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা- 'সর্বাধিনায়িকা, জয় হে'। সৌজন্যে সেই FEARLESS AITC MEMBERS বা FAM. প্রশ্ন উঠছে, সকালে এবং রাতে পরপর দুই ধরনের পতাকা-হোর্ডিং লাগানোর নেপথ্যে কারণটা কি?

আরও খবর...

নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola