Kolkata News: বড়বাজারে নাখোদা মসজিদের সামনে ভয়াবহ আগুন,ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। AB Ananda Live

Ananda Sokal: বড়বাজারে (Barabazar) নাখোদা মসজিদের (Nakhoda Mazid) সামনে ভয়াবহ আগুন। ভোর ৫টা নাগাদ একতলা বাড়িতে প্লাস্টিকের সামগ্রী ও পিচবোর্ড ঠাসা গুদামে আগুন লেগে যায়। পাশের দুটি বহুতলের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত বাসিন্দারা ছাদে উঠে পড়েন। পুড়ে যায় ফুটপাতের ৭-৮টি দোকান, বাইক ও স্কুটার। বিদ্যুতের তারে আগুন ধরে যায়। সংকীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢোকাতে বেগ পেতে হয়। রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোসপাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের ১৫টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টাদেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola