Kolkata News: কাঠফাটা গরমে কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকায় জলে ভাসছে রাস্তা
ABP Ananda LIVE: কাঠফাটা গরমে জলে ভাসছে রাস্তা। এই ছবি কলকাতা (kolkata)পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার। বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড পর্যন্ত নর্দমার জলে রাস্তা থই-থই করছে। নোংরা জলে ডুবে গিয়েছে পানীয় জলের কল। পুলিন খটিক রোডে যান চলাচও বন্ধ করে দেওয়া হয়েছে। ২ দিন ধরে পাম্প চালিয়েও জল নামেনি বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহা। ভরা গ্রীষ্মে নর্দমার জলে নাজেহাল ট্যাংরার এই এলাকার বাসিন্দারা। কাউন্সিলরের দাবি, হাইড্রেনে নিকাশির সমস্যায় এই বিপত্তি। আরও খবর, বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপ প্রজাতি (Covied New Variant)কেপি ডট টু-এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায়(west bengal) করোনার (corona)নতুন প্রজাতিতে আক্রান্ত ৩০ জন। যদিও এখনই উদ্বেগের কারণ নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।