Sonarpur Robbery : সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ
ছয়দিনের মাথায় সোনারপুরে ( Sonarpur ) সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ। গ্রেফতার ৫, অস্ত্রসহ অলঙ্কার উদ্ধার। গত ১৩ অক্টোবর ডাকাতি ( Sonarpur Robbery ) হয় সোনারপুরের সোনার দোকানে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজে একটি বাইককে চিহ্নিত করেই দুষ্কৃতীদের ধরা গেছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড তাজা কার্তুজ। উদ্ধার হয়েছে সোনা-রুপোর অলঙ্কার এবং নগদ ৩০ হাজার টাকাও।