Rabindra Sarobar:রবীন্দ্র সরোবরের ৫ বিঘা জমি প্রাইভেট ক্লাবকে দেওয়ায় অভিযোগে সরব প্রাতঃভ্রমণকারীরা

Continues below advertisement

ABP Ananda LIVE: রবীন্দ্র সরোবরের ৮ নম্বর গেটের কাছে প্রায় ৫ বিঘা জমি KMDA-র তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্য়াকটিসের জন্য দেওয়া হয়েছে। এমনই অভিযোগে সরব রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন লেক লাভার্স ফোরাম। তাঁদের দাবি, ইতিমধ্যেই তাঁরা মুখ্যমন্ত্রীর দফতর ও KMDA-কে চিঠি পাঠিয়েছেন। একটু প্র্যাকটিস করলে ক্ষতি কী? প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট সূত্রে খবর, মেঘালয়ের রিভয় জেলার খানাপাড়া থানা এলাকা থেকে চৌধুরী নামে এক দুষকৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি বিহারের শিবানে। আজ তাকে রিভয় জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসবে পুলিশ। এ নিয়ে এই ডাকাতির ঘটনায় গ্রেফতারের সংখ্য়া বেড়ে হল ৫। ৯ জুন ভরদুপুরে রানিগঞ্জ বাজারে সেনকো গোল্ডের শোরুমে হানা দিয়ে লুঠপাট করে পালায় দুষকৃতীরা। পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই হয়। ডাকাতির দু ঘণ্টার মধ্যে আসানসোলের মহিশিলায় গানপয়েন্টে রেখে গাড়ি ছিনতাই করে দুষ্কৃতীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram