Kolkata News: RG কর হাসপাতালে 'বিনা চিকিৎসায়' মৃত্যু হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির। ABP Ananda Live

Continues below advertisement

RG Kar Hospital: 'বিনা চিকিৎসায়' মৃত্যু হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির। দু’দিন ধরে হাসপাতালের আউটডোরের সামনে পড়ে থেকেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ। অমানবিকতার অভিযোগ কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পায়ে সংক্রমণ নিয়ে গত দু’দিন ধরে আউটডোরের সামনে বসেছিলেন ওই ব্যক্তি। কিন্তু হাসপাতালের তরফে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ আজ সকালে আউটডোরের সিঁড়ির ওপরেই ওই রোগীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে টালা থানার পুলিশ।  হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আরও খবর, 

তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির।  এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram