Kolkata News: পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকাণ্ডে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ লালবাজারের

ABP Ananda LIVE: তৃণমূল বিধায়কের কনভয়ে কীভাবে চলছিল রেজিস্ট্রেশন ফেল গাড়ি? নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছাড়া কার নির্দেশে চলছিল পাইলট কার?এবিপি আনন্দর খবর সম্প্রচারের পর পদক্ষেপ লালবাজারের। পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুকাণ্ডে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ লালবাজারের। জয়েন্ট কমিশনার ওয়্যারলেসকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। বিধায়কের কনভয়ের পাইলট কারের চালকের গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। অবিলম্বে তদন্ত রিপোর্ট দিতে DC ইস্ট-কে নির্দেশ লালবাজারের। 

 

বিধানসভায় 'চোর' স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর

বিধানসভায় 'চোর' স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। রাহুল গান্ধীর সাজার প্রসঙ্গ টেনে আক্রমণ বিরোধী দলনেতার। 'সব চোরদের পদবী মোদি কেন হয়, এই মন্তব্যের জন্য সাজা হয় রাহুল গান্ধীর। অপরাধমূলক অবমাননার দায়ে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে আদালত। মোদি সম্প্রদায়কে অবমাননা করেছিলেন রাহুল গান্ধী। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীও সেই মোদি চোর স্লোগান তুলেছেন। কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। উনিও একই অপরাধ করেছেন, মোদি সম্প্রদায়কে অবমাননা করেছেন। যখন নজির রয়েছে, তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত স্পিকারের। এই অবমাননা আমরা মেনে নেব না, এর শেষ দেখে ছাড়ব', সোশাল মিডিয়ায় আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola