Subodh Sarkar: কবি সুবোধ সরকার সম্পাদিত কবিতার বই ভাষানগরের সাম্প্রতিক সংস্করণ প্রকাশিত হল

ABP Ananda LIVE: কবি সুবোধ সরকার (Subodh Sarkar)সম্পাদিত কবিতার বই ভাষানগরের সাম্প্রতিক সংস্করণ প্রকাশিত হল শুক্রবার। বই প্রকাশ উপলক্ষে কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন একাধিক কবি ও বাচিক শিল্পী।দীর্ঘদিন ধরে ভাষানগর নামে একটি কবিতার বইয়ের সম্পাদনার দায়িত্বে রয়েছেন কবি সুবোধ সরকার। রবীন্দ্রসদনের(rabindrasadan) প্রেক্ষাগৃহে সেই কবিতার বইয়ের সাম্প্রতিক সংস্করণ  প্রকাশিত হল শুক্রবার। বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে কবিতা পাঠ করেন নবীন কবি ও বাচিক শিল্পীরা। একক কবিদের সঙ্গে ছিল বাচিক শিল্পীদের গোষ্ঠীও। নবীন কবি ও বাচিক শিল্পীদের সঙ্গে ছিলেন প্রবীণ বাচিক শিল্পীরাও। সম সাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে শিল্পীদের কবিতা পাঠে। ভাষানগরের প্রকাশ উপলক্ষে আগামী ৫ মাস চলবে অনুষ্ঠান। প্রতিমাসে একদিন করে কবিতা পাঠের আয়োজন করা হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola