Kolkata News: হাজরার সুজাতা সদনে অনুষ্ঠিত হল, '৮৭ ওয়ার্ড নাগরিক সম্মেলন'-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

ABP Ananda Live: হাজরার সুজাতা সদনে অনুষ্ঠিত হল, '৮৭ ওয়ার্ড নাগরিক সম্মেলন'-এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের বিশেষ আকর্ষণ ছিল, সঙ্গীত প্রতিযোগিতা। ছোটদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বড়রাও।

 

অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অপরাধের চরিত্র দ্রুত বদলাচ্ছে। অপরাধকে রুখতে অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে।রবিবাসরীয় সকালে রাজারহাটে অত্যাধুনিক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। সেখান থেকে

শাহ সফরে জামাইষষ্ঠীতে দিলীপ

বঙ্গে অমিত শাহ। সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ ঘোষ। নেই শাহের কোনও কর্মসূচিতে। তিনি বলেন, দল যে দায়িত্ব দেবে, সেটাই পালন করব

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola