Kollata News: ৮ দিন পার, এখনও অধরা তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর।

Continues below advertisement

ABP Ananda LIVE: ৮ দিন ধরে নিখোঁজ বিধাননগরের 'তোলাবাজ' তৃণমূল কাউন্সিলর । প্রোমোটার পিটিয়ে ৮ দিন ধরে গা ঢাকা বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী । এবার অভিযুক্ত কাউন্সিলরের কার্যত পাশে দাঁড়িয়ে আক্রান্ত প্রোমোটারকে নিশানা সব্যসাচী দত্তর । 'অভিযোগকারী একতরফা ভাবে বলছেন, অভিযুক্তর বক্তব্য এখনও আমরা পাইনি' । প্রোমোটার কেন টাকা দিয়েছেন?' । 'টাকা দিয়ে থাকলে বেআইনি কাজ করেছেন' । যে চুরি করে, আর যে চোরকে সাহায্য করে, উভয়ই দোষী' । মন্তব্য বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তর।

আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram