Kolkata News:সুশান্ত ঘোষের উপর হামলা ৭দিন আগে কেনা হয়েছিল নতুন স্কুটার, বদলে ফেলা হয়েছিল নম্বর প্লেট

Continues below advertisement

ABP Ananda Live: তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলর সুশান্ত ঘোষের হামলার ৭ দিন আগে স্কুটার কিনেছিল গুলজার। এরপর সেই স্কুটারের নম্বর প্লেট বদলে ফেলা হয়। কসবাকাণ্ডে ধৃতদের জেরা করে দাবি লালবাজারের। যাঁর কাছ থেকে স্কুটার কেনা হয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, এ রাজ্যে আসার পরেই হামলাকারীদের মোবাইল ফোনগুলি জমা নিয়ে নেয় গুলজার। বদলে তাদের হাতে নতুন মোবাইল ফোন ও সিমকার্ড তুলে দেয় সে। কোন নামে, কীভাবে সিমকার্ড জোগাড় হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সুশান্তর ওপর হামলার ঘটনায় বিহার-যোগের দাবি করেছে পুলিশ। সূত্রের খবর, মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজার বিহারের জামুইয়ের বাসিন্দা। গুলজার যাকে বরাত দিয়েছিল সেই ইকবালও বিহারের লোক। সুশান্তর ওপর হামলার একমাস আগে বিহারের বৈশালী থেকে এসেছিল এক হামলাকারী।হামলার আগে আরও ২ জন বিহার থেকে আসে। এদের মধ্যে ২ জন বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য বলে কলকাতা পুলিশের দাবি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram