Kunal Ghosh: 'যারা সিনিয়র নেতৃত্ব তাঁদের প্রকাশ্য আচরণে অনেক বেশি সংযত হওয়া উচিত', মন্তব্য কুণালের
ABP Ananda LIVE: 'যাঁরা শুধু জনপ্রতিনিধি নন, তাঁদের তো দায়িত্ব আরও বেশি। যারা সিনিয়র নেতৃত্ব তাঁদের এই প্রকাশ্য আচরণে অনেক বেশি সংযত হওয়া উচিত। যদি কোনও কর্মী কোনও অন্যায় কাজ করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাঁকে মারা হবে, এইধরনের ভিডিও এইধরনের দৃশ্য ঠিক না। এটা অবাঞ্ছিত ঘটনা', মন্তব্য কুণালের(kunal ghosh)।
কুলতলির পয়তারহাট গ্রামে বসেই দীর্ঘ ১৫ বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সায়রুল-সহ গোটা পরিবার। পুলিশের দাবি, গ্রেফতারের পর জেরায় স্বীকার করেছেন সাদ্দাম ও সায়রুলের স্ত্রী। কী ছিল তাদের মোডাস অপারেন্ডি? পুলিশ সূত্রে খবর, বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চড়া দামে বিক্রি করা হত। ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুঠ করত সাদ্দাম ও তার দলবল। সাদ্দামের শোওয়ার ঘরে খাটের নীচে সুড়ঙ্গ-পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ-পথ কি শুধুই পালানোর জন্য? নাকি, এই পথে খাল দিয়ে লুঠের মাল বা বেআইনি সামগ্রী পাচার করত প্রতারকরা? পুলিশ সূত্রে খবর, নকল সোনা বিক্রির পাশাপাশি, জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল সাদ্দামরা।