TMC News : কেন তৃণমূল কাউন্সিলরকে হামলার ছক কষেছিল গুলজার? চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্তের
ABP Ananda Live : কেন তৃণমূল কাউন্সিলরকে হামলার ছক কষেছিল গুলজার? পুলিশি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর স্বীকারোক্তি অভিযুক্তের। বিহারের জামুইয়ের বাসিন্দা সে। দুবাইয়ে কাজ করে উপার্জনের তাকে গোডাউন কেনে গুলজার। আর কী কী জানা গেল পুলিশ সূত্র মারফত?
মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে আরও একজন। কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ডিয়ার লটারিকাণ্ডে ED-র ম্যারাথন তল্লাশি! একযোগে কলকাতা-চেন্নাইয়ে তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! প্রায় ৩দিন ধরে লেক মার্কেটের আবাসনে ED-র তল্লাশির ! শুধু কলকাতা থেকেই প্রায় সাড়ে ৩ কোটির হদিশ! কলকাতা-চেন্নাইয়ের ২০ জায়গায় তল্লাশি, প্রায় ৯ কোটি বাজেয়াপ্ত! লেক মার্কেট-সহ কলকাতার ৩ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতার? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। স্বাধীনতার পর কখনও দেখেছেন, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? 'কোনও পরীক্ষা না দিয়েই আজ তাঁরা চাকরি পেয়েছে' ভাঙড়ে দলীয় সভায় মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। সরকারি জায়গায় পোড়া পার্টি অফিস দেড়মাসের মধ্যে পাকা করার চ্যালেঞ্জ।