Patuli Doctor Threatened by Miscreants: পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ TMC কর্মী

Continues below advertisement

পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল ২ তৃণমূল কর্মীকে। অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। তোলাবাজির সংসকৃতিতে বিশ্বাসী নয় দল, বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতা ও কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান।

আর জি কর-কাণ্ডের আবহে যখন একের পর এক সরকারি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে, পাটুলিতে চিকিৎসকের বাড়ি তৈরির কাজে বাধা দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এলাকার ২ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ভাইরাল হল চিকিৎসক-নিযুক্ত কনট্রাক্টরকে চাপ দেওয়ার অডিও, যেখানে তাঁকে ডাক্তারবাবুকে হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে।

পাটুলি থানায় চিকিৎসক লিখিত অভিযোগের ভিত্তিতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ তৃণমূল কর্মীকে। ধৃত দুই তৃণমূল কর্মী কান্তি জানা ও পলাশ নস্কর কলকাতা পুরসভার ১১০ ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতা স্বরাজ মণ্ডলের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram