Mamata Banerjee: সুপ্রিম কোর্টে CISF-তরজা, পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ মুখ্য়মন্ত্রীর
Continues below advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF। সেই CISF জওয়ানদের জন্য উপযুক্ত পরিকাঠামো দিচ্ছে না রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টে এমনই অভিযোগে সরব হলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্য়মন্ত্রী।
সুপ্রিম কোর্টের নির্দেশে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF। সেই CISF জওয়ানদের অসহযোগিতা করার অভিযোগে। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপর CISF নিয়ে প্রধান বিচারপতির কাছে তালিকা তুলে দেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। 'CISF-এর জন্য উপযুক্ত পরিকাঠামো দিচ্ছে না রাজ্য সরকার',
সুপ্রিম কোর্টে নালিশ সলিসিটর জেনারেলের। পাল্টা চক্রান্তের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Supreme Court RG Kar Protest MAMATA BANERJEE RG Kar News RG Kar Incident RG Kar Case RG Kar Lady Doctor Murder CISF Accommodation