Kolkata News: শহরের একের পর এক জায়গায় বহুতল বিপত্তি, ট্যাংরায় হেলে পড়া বাড়ি ঘিরে আতঙ্ক
ABP Ananda Live: শহরের একের পর এক জায়গায় বহুতল বিপত্তি। বাঘাযতীন, ট্যাংরা, তপসিয়া, রাজডাঙার পর এবার বেহালা। বেহালার জেমস লং সরণিতে হেলে পড়েছে ৫ তলা একটি আবাসন। ১০ বছর ধরে এই অবস্থা, এমনই দবি করছে আবাসিকরা। প্রমোটারকে জানালেও কোনওরকম সুরাহা হয়নি বলেই অভিযোগ তাঁদের।
এবার লেকটাউনে হেলে থাকা বাড়ির হদিশ মিলল
দুটো বহুতলের মাঝে, একটা জলের বোতল গলে যাওয়ার মতো ফাঁকটুকুও নেই। এবার লেকটাউন দক্ষিণদাঁড়িতে মিলল হেলাবাড়ির হদিশ। দক্ষিণ দমদম পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি ২৬ নম্বর রেল গেটের পাশে ছ’তলা ও চারতলা দুটি বহুতল একে অন্যের গায়ে একেবারে সেঁটে গেছে। আতঙ্কে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাড়ির মালিক আবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।