Kolkata News: নব নালন্দা স্কুলে দুর্ঘটনা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ অভিভাবকদের

ABP Ananda live: সাতসকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে দুর্ঘটনা। ওপর থেকে কাচ ভেঙে পড়ায় আহত হয় নবম শ্রেণির দুই ছাত্র। এই নিয়ে হুলস্থূল পড়ে যায়। আজ সকাল ৭টা নাগাদ স্কুলে ঢোকার সময় ওপর থেকে জানলার কাচ ভেঙে পড়ায় জখম হয় দুই ছাত্র। একজনের গুরুতর আঘাত লাগে। দু’জনকেই বেসরকারি হাসপাতালে নিয়ে যান অভিভাবকরা। এই নিয়ে স্কুলে উত্তেজনা ছড়ায়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে যায় টালিগঞ্জ থানার পুলিশ। 

অভিযোগ, অভিভাবকদের কাছ থেকে ফি নেওয়া হলেও অ্যাম্বুল্যান্স পরিষেবা মেলে না। অভিভাবকরাই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যান। স্কুলের তরফে যোগাযোগ ও পরিকাঠামোর সমস্যাও রয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলেছেন অভিভাবকরা। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে সেখানে যায় টালিগঞ্জ থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়ারা জানলা খোলার চেষ্টা করায়, কাচ ভেঙে পড়ে। 
এর পাশাপাশি, যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের রক্ষণাবেক্ষণ এবং ছাত্র-ছাত্রীদের দেখভাল ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকদের একাংশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola