Kolkata News: কলকাতায় জঙ্গি হানা হলে, কীভাবে মোকাবিলা? মহড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে
ABP Ananda Live: কলকাতায় জঙ্গি হানা হলে, কীভাবে মোকাবিলা করতে হবে সাতসকালে তার মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। NSG কমান্ডোদের পাশাপাশি, মক ড্রিলে অংশ নেয় সেনা, নৌ সেনা ও CISF জওয়ানরা।
আরও খবর, দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ। মালদার মানিকচকে বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার । অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সদস্যা। তাই মঙ্গলবার বিজেপি পার্টি অফিসের মধ্যেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধান-সহ দলেরই চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের পরিবারের ।
শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।