Kolkata Pollution: দিল্লির চেয়ে পিছিয়ে নেই কলকাতা, মঙ্গরবার শহরে দূষণের মাত্রা ২০০ ছাড়াল

Continues below advertisement

ABP Ananda Live: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি, রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি। 

 

আরও খবর, কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার ৬ জন বাংলাদেশি। কর্নাটক পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। বলা হল, 'এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকেন। এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়েন। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেড়িয়েছেন এই ৬ বাংলাদেশি।' কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে আসেন তাঁরা। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার। কর্নাটক পুলিশের হাতে বাজেয়াপ্ত ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্টও। অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram