Kolkata News: হার্টের সমস্যা এড়াতে আগাম কী কী সতর্কতা নেওয়া উচিত? আলোচনা সভা শহরে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হার্টের সমস্যা এড়াতে আগাম কী কী সতর্কতা নেওয়া উচিত? কী করা উচিত, আর কী নয়? তা নিয়েই আলোচনা সভা হয়ে গেল শহরে। অংশ নেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের মিলিয়ে প্রায় ৬০০ জন প্রতিনিধি।

আরও খবর....

SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমার নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ৯৪৮ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। 

SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের ! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ হাইকোর্টে যাব', কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই দাবি তৃণমূল কাউন্সিলরের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola