Taxi Driver Free School: ট্যাক্সি চলছে রামধনু রং ছুঁয়ে এ এক স্বপ্নের পাঠশালা | ABP Ananda LIVE
Gazi Jalaluddin Taxi Driver: ইতিমধ্যেই তিনি চেনামুখ, চেনা তাঁর কাজকর্ম। তবে এখনও তিনি তাঁর সেই স্বপ্নটাকে লালন করে যাচ্ছেন যা পূরণ করতে এখনও অনেক হাত তাঁর দরকার। দরকার, আরও আরও কাঁধ। দক্ষিণ চব্বিশ পরগনার গাজি জালালউদ্দিন। কলকাতায় ট্যাক্সি (Taxi Driver) চালান। সেই কবে থেকে, ১৯৮০ সাল। পড়াশোনা হয়নি ছোটবেলায়। পড়তে না পারার হৃদয় মোচড়ানো দুঃখটাকে চাপা দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন, কিছু করবেনই। স্বপ্ন দেখেছিলেন, যারা পড়ে না, পড়তে পারে না, তাদের চোখে, মুখে, গালে লাগিয়ে দেবেন ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টারের রামধনু রং। স্বপ্ন সাকার করার যাত্রা শুরু সেখান থেকেই। ট্যাক্সির চাকা এগিয়েছে যেমন, চেয়ে-চিন্তে ইটের পর ইট সাজিয়েছেন তেমন। গড়ে তুলেছেন স্কুল। সুন্দরবনে এখন তাঁর স্কুল চলে দুটি। আই আই ফ্রি প্রাইমারি স্কুল, সুন্দরবন শিক্ষায়তন মিশন। রয়েছে একটি অনাথ আশ্রম, সুন্দরবন অরফ্যানেজ মিশন। এছাড়াও কলকাতা লাগোয়া নরেন্দ্রপুরে (Narendrapur, Kolkata) রয়েছে আরেকটি প্রতিষ্ঠান। সুন্দরবন এ এ শিক্ষায়তন ও কলেজ। সাহায্য চান। যা পান, তাতে পুরো খরচ চালাতে পারেন না। এবিপি লাইভের সঙ্গে আলাপচারিতায় বলছিলেন গাজি সাহেব। বলছিলেন, নিজের যা ছিল সবই বিলিয়ে দিয়েছেন, তবে তাঁর প্রতিষ্ঠান আরও বড় করার ইচ্ছে পূর্ণ হবে না মানুষের বিন্দু-বিন্দু সহায়তা ছাড়া। ২০১৮-য় ডাক পেয়েছিলেন KBC-তে। অর্থসাহায্য পেয়েছেন অমিতাভ বচ্চন, আমির খানের থেকে। সবই স্কুলের উন্নয়নে ব্যবহার করেছেন। এখনও স্বপ্ন দেখেন, ছোট ছোট বাচ্চারা তাঁর স্কুলের উঠোন মাড়িয়ে আরও বড় হবে। অন্য কারও ইচ্ছের হাতে জুড়ে যাবে আরও কত-শত হাত।