Kolkata Waterlogging: রাতভর বৃষ্টি! জলমগ্ন কলকাতার নানা জায়গা। ABP Ananda Live
টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জল জমেছে চিনার পার্ক। কৈখালিতে হলদিরামের কাছে হাঁটু সমান জল। গাড়ি বিকল হওয়ায় জলে নেমে আরোহীদের ঠেলতে দেখা যায়। কলকাতা বিমানবন্দরে ঢোকার রাস্তা জলমগ্ন। জল ডিঙিয়ে বিমানবন্দরে যেতে হচ্ছে যাত্রীদের। জমা জলে বিকল হয়েছে গাড়ি। বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়াতেও জল। ট্যাক্সি বে-সহ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জলের জন্য বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পাম্প বসিয়ে জমা জল বের করে দেওয়া হচ্ছে।
আশ্বিনেও পিছু ছাড়ছে না বৃষ্টি। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারালেও, তার প্রভাবে ছত্তীসগঢ়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। জোড়া ফলায় আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। নাগাড়ে বৃষ্টিতে দুই বঙ্গেই একাধিক নদীর জলস্তর বাড়তে পারে। পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।