Dana Update:ওড়িশার ভিতরকণিকা ও ধামারা-র মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা।দিনভর ভারী বৃষ্টি কলকাতায়
ABP Ananda Live: বৃহস্পতিবার রাতে ওড়িশার ভিতরকণিকা ও ধামারা-র মধ্যে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা। তার প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। শুক্রবার সকালেও তা চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মহানগরের আকাশ দিনভর মেঘলা থাকবে। হবে ভারী বৃষ্টিও(Kolkata Weather)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল সাড়ে আটটা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ১২ মিলিমিটার। এই সময়ে আকাশে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। আর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।