Kolkata Weather: রাতভর দফায় দফায় বৃষ্টি, সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি অফিসযাত্রীদের |ABP Ananda

ABP Ananda Live: রাতভর দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। সকাল থেকে বৃষ্টি থামলেও এখনও জলমগ্ন বেশ কিছু রাস্তা বিবি গাঙ্গুলি স্ট্রিট, এমজি রোড, মুক্তারামবাবু স্ট্রিট, মুরলিধর সেন লেনে জল । সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগকারী প্রায় সব রাস্তাতেই জল জমে। সপ্তাহের প্রথম দিনই ভোগান্তি অফিসযাত্রীদের। 

 

সোমবার নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে। এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্র উত্তাল থাকায় রবিবার থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: রবিবার মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়বে। পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলারতে কিছু কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola