Kasba Incident: কসবাকাণ্ডের প্রতিবাদের ঢেউ, শহর থেকে জেলা প্রতিবাদ

ABP Ananda Live: কসবাকাণ্ডের প্রতিবাদে ফের উত্তাল শহর। লেক মলের সামনে অভয়া মঞ্চের মিছিল আটকাল পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ।

 

 লেক মলের সামনে পুলিশের সঙ্গে তুমুল বচসা শ্রীলেখা মিত্রর

এদিনের মিছিলে ছিলেন বিনোদন জগতের বেশ কিছু পরিচিত মুখ। বাদশা মৈত্র, চন্দন সেন, দেবদূত ঘোষের সঙ্গে এই মিছিলে হেঁটেছেন শ্রীলেখা মিত্রও। লেক মলের সামনে পুলিশ যখন মিছিল আটকায় তখন ডাক্তারদের তরফে বারবার সকলকে বলা হয় কেউ যেন দড়ি পার না করেন, ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা না করেন। কিন্তু দড়ি পার করে এগিয়ে আসেন কয়েকজন। সেখানে শ্রীলেখা মিত্রর সঙ্গে ছিলেন আরও অনেকেই। 

 

বৃষ্টি মাথায় নিয়েই লেক মলের সামনে চলছে প্রতিবাদ

বৃষ্টি মাথায় করেই লেক মলের সামনে আন্দোলনকারীরা। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ছাতা মাথায়। 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola