Sukanta Majumdar : কৃষ্ণনগরে সুকান্ত মুজমদারকে আটকাল পুলিশ, বাধা পেয়ে পথে বসলেন সুকান্ত
ABP Ananda LIVE : কৃষ্ণনগরে সুকান্ত মুজমদারকে আটকাল পুলিশ, বাধা পেয়ে পথে বসলেন সুকান্ত। বেলডাঙা যাওয়ার পথে আটক সুকান্ত মজুমদার, তোলা হল প্রিজন ভ্যানে।
আরও খবর, নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা। পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল চাকরিপ্রার্থীদের। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ওয়েলিংটনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার। অ্যাপোলোতে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র। কী ধরনের শারীরিক সমস্যার কারণে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী চিকিৎসা চলছে, কারা চিকিৎসা করছেন, জানতে চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি ED-র। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।