Mohua Moitra : বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
ABP Ananda LIVE : বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি, বিজেপির তরফে পোস্ট করা একটি ভিডিওতে তৃণমূল সাংসদকে বলতে শোনা যায়,"সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। কাজের সময় মমতা হলেও, কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে।" তৃণমূল সাংসদের এমন মন্তব্যে সুর চড়িয়েছেন খোদ তারই দলের সাংসদ ও মতুয়া মহাসংঘের প্রধান মমতা ঠাকুর। ক্ষোভ ছড়িয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যেও। কটাক্ষ করেছে বিজেপিও।
আরও খবর...
প্রায় দেড় ঘণ্টায় কমপক্ষে ৪২টি করে প্রশ্ন, বউবাজার থানায় ৪ প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ
বউবাজার থানায় চার প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ। অভয়কাণ্ডে চার আন্দোলনকারী ডাক্তারকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। দেবাশিস হালদার, সুবর্ণ গোস্বামী, মানস গুমটা ও পরিচয় পণ্ডাকে ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ। কমপক্ষে ৪২টি করে প্রশ্ন করা হয়েছে বলে দাবি চার চিকিৎসকের। চিকিৎসকদের পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিল করা হয় এদিন। মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের ডাকে এই মিছিল।