Metro Railway : চিংড়িঘাটায় রাস্তায় মেট্রোর অরেঞ্জ লাইনের জট কাটাতে এবার উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট

ABP Ananda LIVE : চিংড়িঘাটায় প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে এবার উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। বুধবার, এই মামলার শুনানিতে মেট্রো রেল, রাজ্য সরকার, মেট্রোরেলের তরফে নির্মাণকারী সংস্থা RVNL, রাজ্য পুলিশ ও KMDA- কে বৈঠকে বসার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারের মধ্যে বৈঠকের দিনক্ষণ জানানোরও নির্দেশ দিল হাইকোর্ট।

সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি লাইনে পরিষেবা শুরু হয়েছে। কলকাতায় এসে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রসারিত লাইনে মেট্রোয় জুড়েছে শহরের ১৪ কিলোমিটার রাস্তা। নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা, রুবির মোড়-বেলেঘাটা। নতুন ৩ রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। যশোর রোড স্টেশন থেকে মেট্রো পরিষেবার উদ্বোধনের পর, দমদম বিমানবন্দর স্টেশন অবধি মেট্রোতে সফরও করেন প্রধানমন্ত্রী। 

এদিকে, বুধবার, ৩ সেপ্টেম্বর থেকে আর রাত ১০.৪০ মিনিটে দমদম বা শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে আর ছুটবে না মেট্রো রেল। বছর খানেক আগেই কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ ব্লু লাইনে ৯টা ৪০-র বদলে নিউ গড়িয়া এবং দমদম থেকে রাত ১১টায় এক বিশেষ মেট্রো পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছিল। পরে সময় বদল করে ১০টা ৪০ মিনিটে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিষেবা শুরু হলেও, নেই কাঙ্খিত যাত্রী। বরং মেট্রোর বাড়তি পরিষেবা দিতে হচ্ছে বাড়তি খরচ। তাই অনির্দিষ্টকালের জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola