Kultali Gold Smuggling: সাদ্দামের বাড়িতে গোপন সুড়ঙ্গ ঘিরে রহস্য় ! কত দূর গেছে এই পথ ?

Continues below advertisement

Kultali Gold Smuggling কুলতলিতে সাদ্দাম সর্দারের বাড়িতে গোপন সুড়ঙ্গ ঘিরে দানা বেঁধেছে রহস্য়। প্রশ্ন উঠছে এই পথ দিয়েই কি পালাত, পনেরো বছর ধরে নকল সোনার কারবার চালানো সাদ্দাম? নাকি এই সুড়ঙ্গ দিয়ে পাচার করা হত বেআইনি জিনিস? উত্তরের খোঁজে আজও কুলতলিতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে সাদ্দামের এক শাগরেদকে। যদিও এখনও অধরা সাদ্দাম ও তাঁর ভাই সাইরুল।

এই সুড়ঙ্গপথে মেলে না গুপ্তধনের সন্ধান। এই সুড়ঙ্গের গভীর অন্ধকারে কালো কারবারের সাম্রাজ্য়। এই সুড়ঙ্গপথেই পালাত গ্য়াংস অফ কুলতলি।
আনা নেওয়া হত নকল সোনা থেকে জাল টাকা! কুলতলিকাণ্ডের তদন্তে নেমে প্রাথমিকভাবে এমনটাই অনুমান পুলিশের। প্রতারণার অভিযোগের তদন্তে নেমে সাদ্দাম সর্দার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সোমবার কুলতলির পয়তারহাট গ্রামে যায় পুলিশ। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আচমকাই কুলতলি থানার অ্য়াসিন্টান্ট সাব ইন্সপেক্টর প্রশান্ত ঘোষের মাথায় ও বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে পালায় ধৃতের ভাই! পুলিশ তাড়া করলে, তাদের লক্ষ্য় করে এক রাউন্ড গুলিও চালানো হয়। এরপর রাতে মূল অভিযুক্ত সাদ্দামের বাড়িতে অভিযান চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ! বাড়ির ভিতরে উদ্ধায় হয় এই সুড়ঙ্গ! ABP Ananda LIVE 
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram