Kultali Update : কুলতলির 'টানেল ম্যান' সাদ্দামের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। ABP Ananda Live
ABP Ananda Live : কুলতলির 'টানেল ম্যান'-এর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করল পুলিশ। কেওড়াখালিতে সাদ্দামের পুরনো বাড়ি থেকে উদ্ধার হল বেশ কিছু অস্ত্র। উদ্ধার হল একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি ও ২টি নকল সোনার মূর্তি। ধৃত সাদ্দামকে জেরা করে পাওয়া গেল দ্বিতীয় বাড়ির হদিশ। ১৫ জুলাই কুলতলিতে সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার-সহ বাকিরা।
অপহরণে অভিযুক্তকে ধরতে গিয়ে উত্তর দিনাজপুরের চোপড়ায় আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে।জখম চার পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, ২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক।