Kultali Tiger: সন্ধের অন্ধকারের সঙ্গে সঙ্গে কুলতলিতে বাড়ছে বাঘ-আতঙ্ক, তৎপর বন দফতর | Bangla News
কুলতলির (Kultali) ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলে বাঘ (Tiger)। বাঘের আক্রমণে জখম বলে দাবি এক গ্রামবাসীর। যদিও পুলিশের দাবি, বাঘের গর্জনে ভয় পেয়ে গাছ থেকে পড়ে আহত হন ওই ব্যক্তি। গত চারদিন ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দাদের। বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। জাল দিয়ে ঘেরা হয় ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল। আজ সকালে জঙ্গলে নতুন করে মেলে বাঘের পায়ের ছাপ। গতকাল গর্জনও শোনা যায় রয়্যাল বেঙ্গলের। কিন্তু খাঁচাবন্দি করা যায়নি রয়্যাল বেঙ্গলকে। এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আজ স্থানীয় তৃণমূল (TMC) নেতার নেতৃত্বে বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাফিলতির অভিযোগ অস্বীকার বন দফতরের। এদিকে, বাঘের সন্ধান পেতে স্পিড বোটে চড়ে চলছে নজরদারি। বন দফতরের তরফে মাইকে প্রচার করে আশেপাশের গ্রামের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়।