Kulti Police Attacked: হেফাজতে কিশোরের মৃত্যু, বরাকরে ফাঁড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন
পশ্চিম বর্ধমানের (West Burdwan) কুলটির (Kulti) বরাকরে পুলিশ (West Bengal Police) ফাঁড়িতে ভাঙচুর। পুলিশের গাড়িতে আগুন। গতকাল রাতে স্থানীয় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। পুলিশের দাবি এরপর গভীর রাতে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই কিশোরের। কিশোরের মৃত্যুর খবর আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে কিশোরের
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে ২ পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে, জানিয়েছেন আসানসোল কমিশনারেটের পুলিশ কমিশনার।
ঘটনার সূত্রপাত গতকাল রাতে। চুরির অভিযোগে ওই তরুণকে গ্রেফতার করে বরাকর ফাঁড়ির পুলিশ। পুলিশের দাবি, গভীর রাতে ওই তরুণ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর জানাজানি হতেই সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নেয় বরাকর পুলিশ ফাঁড়ি। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয় ওই তরুণের।
এদিকে রাজ্যপালের (Governor) অভিনন্দন-বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বর্ধমানে প্রতারণা-চক্রের পর্দাফাঁস। পালসিটের হোটেল থেকে গ্রেফতার ৮। বাজেয়াপ্ত গাড়ি।
অভিযোগকারীদের দাবি, রাজ্যপালের অভিনন্দন-বার্তা দেখিয়ে তাঁদের আস্থা অর্জন করে প্রতারকরা। ২০১৮ থেকে এই প্রতারণা-চক্র সক্রিয়। অভিযোগ, রোড সেফটি অর্গানাইজেশনে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আবেদনকারীদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়। প্রশিক্ষণও চলে। গতকাল পালসিটের ওই হোটেলে শপথবাক্য পাঠ করানোর কথা বলে কয়েকজনকে ডেকে ফের টাকা চাওয়া হয়। তখনই সন্দেহ হয় আবেদনকারীদের। খবর পেয়ে হোটেলে পৌঁছয় মেমারি থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় গাড়িচালক-সহ ৮ অভিযুক্তকে।