Kunal Ghosh: ২০৩৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক : কুণাল।Bangla News

Continues below advertisement

“আত্মতুষ্টির জায়গা নেই। আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে। যে কর্মী, সমর্থক, সংগঠকরা ২০২১-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র”। বিধানসভা ভোট জয়ের হ্যাটট্রিকের প্রথম বর্ষপূর্তিতে ফেসবুক পোস্ট কুণালের। “ক্ষমতার থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে। যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়। তবে তা বর্জনীয়। সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায়। এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি”। ফেসবুকে পোস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের। “২০৩৬ সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অভিষেক (Abhishek Banerjee)। ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ২০৩৬ সালে অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে। যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। এর মধ্যে যদি দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম হবে”। তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিন ফেসবুকে পোস্ট কুণাল ঘোষের (Kunal Ghosh)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram