Kunal Ghosh : 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের

Continues below advertisement

বিচারপতির মুখে অভিষেক, পাল্টা আক্রমণে তৃণমূল । 'রাজনীতি করতে হলে চেয়ার ছেড়ে বলুন'।অন্যায় করলে শাস্তি হবে, বিচারপতিকে আক্রমণে কুণাল ঘোষ।'জেলবন্দি অভিযুক্ত, আইন মেনে অভিযোগ দায়ের। অভিযুক্তের ক্ষোভ জানানোর অধিকার লঙ্ঘন করছেন বিচারপতি। অভিষেক, কুন্তলকে দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত, মন্তব্য বিচারপতির, পাল্টা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণে কুণাল ঘোষ। 'বন্দির অধিকার লঙ্ঘন করছেন, এক্তিয়ারের বাইরে যাচ্ছেন। উইশ লিস্টে অভিষেক, বিচারপতির টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠান্ডা মাথায় বাম-কংগ্রেস-বিজেপির হয়ে অভিষেকের চরিত্র হননের চেষ্টা। ব্যক্তিগত প্রচারের জন্য আইন বহির্ভূত কাজ করছেন বিচারপতি', বিরোধীদের মধ্যে হিরো হওয়ার চেষ্টা করছেন, কটাক্ষ কুণালের । পারলে আদালত অবমাননার মামলা দিন, চ্যালেঞ্জ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হচ্ছে, বিচারপতিকে আক্রমণে কুণাল । 'একজন অভিযুক্ত একটা কথা বলেছে, একজন নেতা একটা কথা বলেছেন', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ। 'তদন্ত প্রভাবিত করতে পক্ষপাতমূলক আচরণ করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পারলে বাম জমানার দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিন। রাজনৈতিক দলের ক্যাডারের মতো কাজ করছেন'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram