Kunal Ghosh: 'বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন', আক্রমণে কুণাল

ABP Ananda LIVE: যে প্রশ্নগুলো উঠেছে, একটারও উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। কাচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদি। যাঁরা বলছেন, বাংলা কোনও ভাষা নয়। টেলিপ্রমপটার দেখে লিখে আনা বাংলা বলছেন। যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি বিজেপিতে গিয়েছেন। ২৪ এর লোকসভা ভোটে, বিজেপি কমে গিয়েছে, তৃণমূল বেড়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন। আপনি যতবার আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। ২০২৬-এ রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলা সীমান্ত পাহারার দায়িত্ব নরেন্দ্র মোদির সরকার। যতগুলো অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, সব ক'টিতেই বিজেপি অভিযুক্ত। ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে বলে গিয়েছেন নরেন্দ্র মোদি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola