Narendra Modi: ছাব্বিশের ভোটে বঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ছাব্বিশের ভোটে বঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর । 'ভক্তির সঙ্গে যখন উন্নয়ন জুড়ে যায়, তখন দ্বিগুণ খুশি হয়' । 'পশ্চিমবঙ্গ জনসংখ্যার হিসেবে সবচেয়ে বড় রাজ্যগুলির একটি' । 'পশ্চিমবঙ্গের সামর্থ্য না বাড়লে বিকশিত ভারতের যাত্রা সফল হবে না' । 'বিজেপি মনে করে, বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়', মন্তব্য প্রধানমন্ত্রীর 

আরও খবর...

১৮ জুলাই দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে শোনা গেছিল জয় মা কালী, জয় মা দুর্গার স্লোগান। আজ দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এল বাংলার সংস্কৃতি, বাংলার
পরম্পরা ও বাংলার মণীষীদের প্রসঙ্গ। বললেন, এই মাটি নবজাগরণের কেন্দ্র। একইসঙ্গে দাবি করলেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে সশক্তিকরণের জন্য
লেগে রয়েছে।
 পাশাপাশি এদিনও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল দক্ষিণেশ্বরের কালীমন্দিরের কথা। আজ যে কৌশিকী অমাবস্যা, উল্লেখ করলেন সেটাও। দিলেন বাংলায় স্লোগান।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola