Kunal Ghosh: এই জন্য ওঁকে আরও অপদার্থ বলে, সুকান্তকে কটাক্ষ কুণালের। Bangla News

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপির বিকাশ ভবন মিছিল ঘিরে ধুন্ধুমার। বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের  ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে জল কামান চালায় পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সুকান্ত মজুমদার আগে ব্যাখা দিন মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে কি হয়েছিল? তিনি ব্যাখা দিন তৎকাল বিজেপিতে যারা যোগ দিয়েছেন তারা অতীতে কি কি আন্দোলন করেছিলেন? তারপর কীভাবে যোগদান মেলায় তাদের হাতে পতাকা দিয়ে দলে নিয়েছেন? এগুলো একটু ভালো করে ভেবে নিন। আমি আবার বলছি, বাংলার সঙ্গে, বাংলার রাজনীতির সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে এই বিজেপির কোনও সম্পর্ক নেই। দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, বিজেপি দল বনাম বিজেপি পরিষধীয় দল এই তো চলছে লড়াই। এর বাইরে কোন কিছু নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, রাস্তায় নেমে কজনে মিলে দেখানোর চেষ্টা হচ্ছে, আমরা আন্দোলনে আছি। লজ্জা লাগে। রাজ্য সভাপতি একটা কর্মসূচি ডাকছেন, এই ক'টা লোক নিয়ে কেউ ওখানে যাই! এই জন্য ওঁকে আরও অপদার্থ বলে।“   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram