Kunal Ghosh: চিকিৎসক পেশাটা এতটাই গুরুত্বপূর্ণ, সেখানে কর্মবিরতি মানে মানুষের জীবন নিয়ে খেলা: কুণাল
ABP Ananda LIVE: 'যখন পুলিশ একজনকে গ্রেফতার করেছে, তদন্ত চলছে, আজকে সিবিআইও হয়ে গেল তাহলে কর্মবিরতি মানে হাজার হাজার লক্ষ্য মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, মত্যুর খবর আসছে বিনা চিকিৎসায়। চিকিৎসক পেশাটা এতটাই গুরুত্বপূর্ণ, সেখানে কর্মবিরতি মানে মানুষের জীবন নিয়ে খেলা। আপনারা নিশ্চিতভাবে প্রতিবাদ করুন, নিশ্চিতভাবে নিন্দা করুন, দাবি জানান কিন্তু আপনারা কাজ কেন বন্ধ রেখেছেন?' বললেন কুণাল ঘোষ।
আরজিকর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের পর্যবেক্ষণে আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ। আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ। পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ। কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে। প্রথমেই কেন খুনের মামলার বদলে অস্বাভাবিক মৃত্যুর মামলা? পুলিশ-হাসপাতালের ভূমিকায় প্রশ্ন, মামলা গেল CBI-এর হাতে। পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে নির্দেশ। '৫ দিন পরেও তদন্তে উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ নেই', এখনই CBI-কে কেস ডায়েরিকে হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। ৩ সপ্তাহ পরে রাজ্য সরকারের রিপোর্ট তলবের নির্দেশ প্রধান বিচারপতির। ABP Ananda LIVE