Kunal Ghosh: এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: এসপি ধনরাম সিংহর বিরুদ্ধে তদন্ত চেয়ে এনআইএ-র (NIA) ডিজি-র কাছে দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)। 'আপনার এসপি ধনরাম সিংহ বিজেপির সঙ্গে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত'।'তিনি এনআইএ-র বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন'। 'ভোট ঘোষণার পর তিনি বাড়িতে বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তদন্ত করুন'। 'তদন্ত চলাকালীন অবিলম্বে সাসপেন্ড করা হোক অভিযুক্তকে''বাংলার সব মামলা থেকে তাঁকে অবিলম্বে সরানো হোক','প্রয়োজনে আমরা তদন্তে তথ্য, সিসিটিভির ফুটেজ দিয়ে সহযোগিতা করব', 'তৃণমূলকে বিব্রত করতে এসপি বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছেন' , 'বিজেপির সুবিধা করে দিতে কাজ করছেন এসপি' , 'তৃণমূল প্রয়োজনীয় পদক্ষেপ করছে, আশা করি আপনিও তদন্তের নির্দেশ দেবেন' ,এনআইএ-র ডিজিকে ট্যাগ করে পোস্ট কুণাল ঘোষের। ABP Ananda Live
Continues below advertisement