Sat Sokale seg1: পরপর দু'দিন,দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে কুণাল ঘোষ।

Continues below advertisement

পরপর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।

'দিদির দূত' কর্মসূচিকে কেন্দ্র করে আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। অন্যদিকে, হুগলির গোঘাটে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।

মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল।  মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।

জাল নিয়োগপত্র নিয়ে স্কুলে যোগ! ভুয়ো শিক্ষক সন্দেহে, মালদার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আর গ্রেফতারির পরই বিস্ফোরক দাবি তুলেছেন অভিযুক্ত। তাঁদ দাবি, ৪ লাখ টাকার বিনিময়ে এক তৃণমূল নেতাই তাঁকে দিয়েছিল জাল নিয়োগপত্র!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram