Kunal Ghosh: মমতা আমার নেত্রী, অভিষেক আমার সেনাপতি, কিন্তু এই দুই পদ আমি রাখতে চাই না: কুণাল ঘোষ

Continues below advertisement

West Bengal News: আচমকা তৃণমূল কংগ্রেসের (TMC) দুই পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের (Kunal Ghosh Resigns)। রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর। নিলেন না সরকারি নিরাপত্তাও। মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Resigns from TMC)। দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কুণালের ইস্তফা, দাবি ঘনিষ্ঠ মহল সূত্রে। এদিনই সকালে নিজের X হ্য়ান্ডেল থেকে রাজনৈতিক পদ ও পরিচয় মুছে দেন কুণাল ঘোষ। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram