Kunal Ghosh: 'বাম জমানায় হোলটাইমার মানেই বাড়িতে কেউ না কেউ চাকরি পেয়েছেন': কুণাল ঘোষ | ABP Ananda LIVE

Continues below advertisement

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাম জমানায় হোলটাইমার মানেই বাড়িতে কেউ না কেউ চাকরি পেয়েছেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষিকার চাকরি। এর জন্য কোনও তথ্য লাগবে না। ৩৪ বছরে বাংলায় যা হয়েছে সেটাই প্রমাণ। সবাই জানেন। পার্থ চট্টোপাধ্যায়ের হয়ত কিছু মনে হয়েছে তাই এমন অভিযোগ করেছেন। উনি তো প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তাই উনি যা বলেছেন, সেই নামগুলি কিন্ত এবার তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। এঁদের প্রত্যেককে হেফাজতে নিয়ে পার্থবাবুর সঙ্গে মুখোমুখি জেরা করা দরকার। পার্থ চট্টোপাধ্যায় যখন অভিযুক্ত হিসেবে এই অভিযোগ করছেন তখন কেন্দ্রীয় সংস্থা কেবল তৃণমূলের দিকে ছুটবেন অন্য কারও দিকে ছুটবেন না এটা হতে পারে না। যাঁদের নাম পার্থদা বলেছেন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram