Kunal Ghosh: সারদা-মামলায় গ্রেফতারির ১০ বছর, এক্স হ্যান্ডলে বিস্ফোরক কুণাল ঘোষ। ABP Ananda Live
সারদা-মামলায় গ্রেফতারির ১০ বছর উপলক্ষ্যে এক্স হ্যান্ডলে বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পোস্ট, ঠিক ১০ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেফতার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব।...মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি।...রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।...আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে, মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়।...গ্রেফতারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না। এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের। #KunalGhosh #SaradaCase #ABPAnanda
Tags :
Bangla News Sarada Case ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News District Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel