Kunal Ghosh: অভিষেক বয়সে ছোট, নেতৃত্বে আকাশচুম্বী, আর একজন বাড়ির বেয়াড়া ছেলে, বললেন কুণাল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। বললেন, “কেন্দ্রীয় বাহিনীর কনভয় নিয়ে ঘুরছেন যাঁরা, তাঁরা এলাকায় কালো টাকা এবং অস্ত্র ছড়াচ্ছেন বলে অভিযোগ। এটা একটা পরিকল্পনা। বোমা দিয়ে দাও, ব্লাস্ট করাও, তার পর এনআইএ ডাকো। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ছেলেদের নাম দিয়ে দাও। বিজেপি-র মদতপুষ্টরা যে ভাবে বোমা জমা করছিল, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের সম্ভাবনা ছিল। পুলিশ প্রশাসনকে বলব কড়া হাতে সমাজবিরোধী এবং তাদের প্ররোচনা দেওয়ার নেপথ্যে থাকা বিজেপি-র দলবদলু নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অভিষেক আমাদের থেকে বয়সে অনেক ছোট, কিন্তু নেতৃত্বে আকাশচুম্বী। ওঁর পা মাটিতে, মাথা আকাশে। আর একজনের পা মাটিতে, মাথা পাগল।“
Tags :
Abhishek Banerjee Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital Kunal Ghosh ABP Ananda ABP Ananda Bengali News