Suvendu Adhikari: নন্দীগ্রাম করে ওর পিসিকে বসিয়েছি, ডায়মন্ডহারবারে শুভেন্দু
নন্দীগ্রাম করে ওর পিসিকে বসিয়েছি। আজ আমাদের সভায় মাইক খুলে নেওয়া হয়। ২০০-র বেশি গাড়ি আটকে ২০ হাজার কার্যকর্তাকে আটকানো হয়েছে আমাদের। শতাধিক আহত, দুই জন গুরুতর আহত। আপনারা বাড়ি গেলে আমি ফিরব। আপনাদের ভাল থাকতে হবে। আমাদের সঙ্গে নিরাপত্তারক্ষী রয়েছে। আমরা মারা গেলেও অসুবিধা নেই। আপনাদের সুস্থ হয়ে ফিরতে হবে। আগামী দিনে অনেক বড় লড়াই আছে: শুভেন্দু অধিকারী।
Tags :
Diamond Harbour Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News