Kunal Ghosh on Mahua: 'মহুয়া মৈত্রর উপর বিজেপির অন্যায় একতরফা জুলুম', সোশ্যাল সাইটে পোস্ট কুণাল ঘোষের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: তিন রাজ্যে কংগ্রেসের ভুলে পরাজয়ের গ্লানি ভুলিয়ে দিয়ে INDIA জোটের জোশ, সংহতি, আগ্রাসন, ঐক্য ফিরিয়ে আনল। মহুয়া মৈত্রর (Mahua Moitra) উপর বিজেপির অন্যায় একতরফা জুলুম। তৃণমূলের আত্মত্যাগ এবার বিকল্প জোটের কার্যকরী জমি তৈরি করবে। ফল ভুগতে হবে বিজেপিকে। সোশাল সাইটে পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram