Kunal Ghosh: 'আগে নিজের দল সামলান', অমিত মালব্যকে কটাক্ষ কুণালের | Bangla News

শনিবার নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করল তৃণমূল। মমতা (Mamata Banerjee) ছাড়া জাতীয় স্তরের সমস্ত শীর্ষপদ আপাতত অবলুপ্ত। পদহীন অভিষেকও, ২০ জনের জাতীয় কর্মসমিতি গঠন। "অভিষেক পদত্যাগের হুমকি দিতেই সব পদের বিলোপ? এক ব্যক্তি এক পদের কথা বলতেই অভিষেক ঘনিষ্ঠদের কোণঠাসা? এরপর কী? সব মন্ত্রীদের বরখাস্ত করে একা সরকার চালাবেন? বিদ্রোহের ভয় তাহলে সত্যি!", ট্যুইট অমিত মালব্যর। এপ্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং অটুট। অমিত মালব্য আগে নিজের দল সামলান।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola