Kunal Sarkar: 'ভিত্তিহীন অভিযোগ, হয়ত বোঝাতে চাইছে, মতামত যাতে না দিই', প্রতিক্রিয়া কুণাল সরকারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব লালবাজারের । নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস । 'ভিত্তিহীন অভিযোগ, হয়ত বোঝাতে চাইছে, মতামত যাতে না দিই' । আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ, প্রতিক্রিয়া কুণাল সরকারের । কোনও গুজব ছড়াইনি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়! আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপিরও গ্রেফতারি দাবি! 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই'
'কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?' সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই', শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান' বলছেন, সুখেন্দুশেখর রায়
আর জি কর-কাণ্ডে তোলপাড়, বেআইনি জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। আর জি কর সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল-ধর্নায় নিষেধাজ্ঞা. 'আর জি কর সংলগ্ন এলাকায় ৫জনের বেশি জমায়েত নয়'
বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার ৫ মাথার মোড়। 'আর জি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় মিটিং-মিছিল নিষিদ্ধ'। জমায়েতের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কলকাতা পুলিশ। আজ থেকে ২৪ অগাস্ট, ৭দিনের জন্য বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা।