Ananda Live: নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর স্ক্যানারে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ | Bangla News
নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর স্ক্যানারে যুব তৃণমূল নেতা। কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সূত্রের খবর, ২০১৬-২০২১ পর্যন্ত কুন্তলের অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের নথি চাওয়া হয়েছে। মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের লিখিত বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ চাকরিপ্রার্থী ও ডিএলএড কলেজের কর্ণধারদের কাছ থেকে পরীক্ষায় পাস ও চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন বলে তাপস দাবি করেছেন। কুন্তলের নেওয়া প্রায় ১৯ কোটি টাকার হিসেব ও রশিদও কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়েছেন মানিক ঘনিষ্ঠ তাপস। CBI-এর দাবি, সেই রশিদে কুন্তলের সই রয়েছে। তার ভিত্তিতেই যুব তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের নথি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-এর দাবি, এই ১৯ কোটি টাকা কখনও তাপসের অ্যাকাউন্ট হয়ে কুন্তলের কাছে গেছে। আবার কখনও নগদে লেনদেন হয়েছে। এই পর্বে একজন মিডলম্যান মারফত টাকা গেছে কুন্তলের কাছে। এই ১৯ কোটির ভাগ কুন্তল ও তাপস ছাড়া আর কোন কোন প্রভাবশালীর কাছে গেছে, তা জানতে চায় সিবিআই।
বাংলায় ভারত জোড়ো যাত্রায় এবার বামেদের আমন্ত্রণ জানালেন অধীর চৌধুরী। সময়ে সময়ে একজোট হয়, আবার আলাদাও হয়ে যায়। একসঙ্গে হাঁটলে মানুষের বুঝতে সুবিধা হবে। ভারত জোড়ো যাত্রায় মহম্মদ সেলিমকে অধীর চৌধুরীর আমন্ত্রণকে কটাক্ষ দিলীপ ঘোষের।
দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে ত্রিপুরাতেও বাংলা মডেলে বাম-কংগ্রেস জোট নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। গতকাল সিপিএমের রাজ্য দফতরে এসে বৈঠক করেন কংগ্রেসের ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার। বৈঠকে ছিলেন ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিজেপিকে রুখতে
সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে সিপিএম-কংগ্রেসের জোটে সামিল হওয়ার আহ্বান জানান অজয় কুমার। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশ বাঁচাতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে হবে। সেই তাগিদেই জোট চাইছেন মানুষ। বিজেপি ও তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ত্রিপুরায়
বিরোধীদের ওপর আক্রমণ ঠেকাতে, গত জুলাই মাসে জোট গঠনের দাবি করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। দিনদুয়েক আগে ত্রিপুরা সফরে এসে বাম-কংগ্রেস জোটের পক্ষে সওয়াল করেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক।