Court: ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে
ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) নিয়ে আসা হল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh)। আজ তাঁর ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, এই কয়েকদিনে তদন্তের অগ্রগতির কথা আদালতে জানাবে ইডি। কুুন্তল জামিনের আবেদন করলে তার বিরোধিতা করবে কেন্দ্রীয় এজেন্সি (Central Investigation Agency)। কুন্তলের সঙ্গে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) সঙ্গে যোগসাজশ সম্পর্কে আদালতে জানানো হবে, ইডি সূত্রে খবর।
গত ২১ জানুয়ারি, গ্রেফতার হন, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন হুগলিরই তৃণমূলের অপর যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। যারপর শেষপর্যন্ত গত মঙ্গলবার কুন্তল ও শান্তনুকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। গত বুধবারই নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রীকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, কুন্তলের ফ্ল্যাটে কারা বৈঠক করতেন, সেই বিষয়ে জানতে চাওয়া হয় তাঁর স্ত্রীর কাছে। এদিকে, সূত্রের খবর কুন্তল-শান্তনুর যোগসূত্রের সন্ধানে কলকাতার ৩টি কফিশপের সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) চেয়ে পাঠিয়েছে ইডি (ED)।
তদন্তের গতি-প্রকৃতি আপাতত কোন জায়গায় সেটা আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী জানায়, পাশাপাশি একে অপরের দিকে অভিযোগের আহুল তোলা কুন্তল-শান্তনুকে মুখোমুখি বসিয়ে জেরা করার সুযোগ করে তারা পায়, সেদিকেই থাকবে নজর। প্রসঙ্গত, তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা গেছে, ক্লায়েন্টদের সঙ্গে বৈঠক করতে বিভিন্ন সময়ে, কলকাতার নানা অভিজাত হোটেলের কপিশপের টেবিল বুক করতেন কুন্তল। তেমন কয়েকটি বৈঠকে ছিলেন শান্তনুও। শান্তনু-কুন্তল ছাড়া কফি শপের সেই সমস্ত বৈঠকে কি প্রভাবশালীরাও উপস্থিত থাকতেন ?
নিয়োগ দুর্নীতি থেকে টাকা তুলে সেটা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় তথা ব্যবসায় কুন্তল বিনিয়োগ করে দিয়েছেন বলেও অভিযোগ করেছে ইডি। এদিকে, হুগলির জিরাটে কুন্তলের ইংরেজি মাধ্যম স্কুল ও ডিএলএড কলেজ পরিচালনার জন্য একটা ট্রাস্টি বোর্ড রয়েছে। ইডি সূত্রের খবর সেই ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষ। গত ২০ জানুয়ারি, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হুগলির বলাগড়ের বাড়িতে তল্লাশির দিনই, নিউটাউনে কুন্তলের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। কুন্তলের ২টি ফ্ল্যাট থেকে যে সব নথি উদ্ধার হয়েছিল, তাতেই পাওয়া যায় কুন্তলের স্ত্রী জয়শ্রী ঘোষের নাম।